কর্তব্যে অবহেলার অভিযোগে হাসপাতালের সুপার বদল

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: কর্তব্যে অবহেলার অভিযোগে শালবনির কোভিড হাসপাতালের সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হল ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিষেক মিদ্যাকে। ওই হাসপাতালের নতুন সুপার হয়েছেন ডেপুটি সুপার নবকুমার দাস। শালবনি কোভিড হাসপাতলে পর পর রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছিল ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিষেক মিদ্যার বিরুদ্ধে।

পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। জেলায় এ পর্যন্ত যে ৮০ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে শালবনি কোভিড হাসপাতলেই মৃত্যু হয়েছে ৩০ জনের। শুধুমাত্র আগস্ট মাসেই ১৯ জনের মৃত্যু হয়েছে। অধিকাংশ মৃত্যুর ক্ষেত্রেই চিকিৎসকদের ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছে। ওই হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি এবং চিকিৎসার প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে কোভিড হাসপাতাল চালু হওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বেলদার এক স্বাস্থ্যকর্মীর শৌচাগারের মধ্যে পড়ে মৃত্যু হওয়ায় এবং করোনা আক্রান্ত এক রোগীর হাসপাতালের মধ্যে আত্মহত্যা করায় হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। জানাগেছে, শালবনির কোভিড হাসপাতালের পরিকাঠামো সম্পর্কিত বিষয় নিয়ে বিরোধীদের পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশনও দেওয়া হয়েছে। হাসপাতালের অব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরেও অভিযোগ পৌঁছেছিল।

পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মন্ডল বলেন, শালবনি কোভিড হাসপাতালের সুপার বদল করা হয়েছে। এটি রাজ্য স্বাস্থ্য বিভাগের বিষয়। ওই হাসপাতালের ডেপুটি সুপার নবকুমার দাসকে সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *