কৃষক আন্দোলনের সমস্যা সমাধানে কেন্দ্রকে কৃষকদের নিয়ে কমিটি গঠনের কথা বলল সুপ্রিম কোর্ট

আমাদের ভারত, ১৬ ডিসেম্বর: কৃষকদের আন্দোলনে ইতি টানতে কেন্দ্রীয় সরকারকে আবারও আলোচনাতেই বসার পরামর্শ দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, খুব শীঘ্রই আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান না হলে কৃষক আন্দোলন সর্বভারতীয় সমস্যা হয়ে উঠতে সময় লাগবে না।

সরকারের তরফে কৃষকদের আশ্বাস দেওয়া হয়েছে নয়া আইনে তাদের কোন ক্ষতি হবে না। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রের এই যুক্তি খারিজ করে দিয়ে বলেছেন, যখন তাদের উপর নেতিবাচক প্রভাব পড়েছে তখন আশ্বাসের মানে কি। বুধবার শীর্ষ আদালত পরামর্শ দেয় কৃষকদের এই সমস্যা সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হোক। সেখানে সরকারের প্রতিনিধি দেশের সব প্রান্তিক কৃষক নেতা অন্যান্যরাও থাকবে।

সরকারের তরফে আদালতে আজ বলা হয়েছে কেন্দ্র এমন কিছু করবে না যা কৃষক স্বার্থের বিরোধী। নতুন আইনের ক্লোজ ধরে আলোচনা করা হবে। কেন্দ্রের অনেক মন্ত্রী আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলেছেন।

কৃষক আন্দোলনের সাথে যুক্ত সুপ্রিমকোর্টে এদিন পরস্পর বিরোধী একাধিক আবেদনের শুনানি হয়। দিল্লি সীমানায় রাস্তা আটকে কৃষকদের বিক্ষোভ দিয়ে তৈরি হওয়া সমস্যার বিরুদ্ধেও জনস্বার্থ মামলা হয়েছে। সেখানে আবেদনকারীর অভিযোগ যান চলাচল বিঘ্ন হওয়া ছাড়াও দিল্লিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। কৃষকদের জমায়াত থেকে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here