“প্রধানমন্ত্রী আন্তর্জাতিক দূরদর্শীসম্পন্ন, বহুমুখী প্রতিভার অধিকারী”, মোদীর প্রশংসায় পঞ্চমুখ সুপ্রিম কোর্টের বিচারপতি

আমাদের ভারত,২২ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। তাঁর মতে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক দূরদর্শী সম্পন্ন নেতা। একই সঙ্গে তিনি বহুমুখী প্রতিভার অধিকারীও বটে। মিশ্রের মতে মোদীর ভাবনা-চিন্তা আন্তর্জাতিক মানের। তিনি কাজ করে স্থানীয়স্তরে। অচল হয়ে যাওয়া ১৫০০ টি আইনকে তুলে দিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার। সেই কারণেও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং আইনমন্ত্রী রবি শংকর প্রসাদকে অভিনন্দন জানান বিচারপতি অরুণ মিশ্র।

তাঁর কথায় মোদীর ক্যারিশমাতেই আন্তর্জাতিক মঞ্চে ভারত দায়িত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ বন্ধু দেশ হিসেবে উঠে এসেছে। আন্তর্জাতিক বিচার সম্মেলনে ভোট অফ থ্যাংকস দিতে উদ্বোধনী অনুষ্ঠানে “বিচার পরবর্তী বিশ্ব” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন অরুণ মিশ্র। সেখানে তিনি বলেন, জাতীয় অথবা আন্তর্জাতিক স্তরে বিচারব্যবস্থা এক ধরনের চ্যালেঞ্জের সামনে। পরিবর্তিত বিচারব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁর কথায় মানুষের সম্ভ্রম ধরে রাখাই আমাদের প্রধান উদ্বেগ।

তাঁর কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুমুখী প্রতিভাধর। তার ভাবনাচিন্তা আন্তর্জাতিক মানের। আর সেই ভাবনার প্রয়োগ তিনি ঘটান স্থানীয় স্তরে। সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য পুরনে অনুঘটকের কাজ করবে প্রধানমন্ত্রীর অনুপ্রেরনাদায়ী ভাষণ।”

অরুণ মিশ্র আরও বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত। অনেকেই অবাক হন কিভাবে এত বড় গণতান্ত্রিক ব্যবস্থায় সাফল্যের সঙ্গে কাজ করছে। আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন দায়িত্বপূর্ণ ও বন্ধুবৎসল সদস্য হিসেবে উঠে এসেছে। বিচারপতি বলেন, “সংবিধানের প্রতি ভারত দায়বদ্ধ। বিশ্বশান্তি, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে নিবেদিত প্রাণ ভারতবর্ষ। পরিবেশের উন্নতি ও সংরক্ষণেও জোর দেওয়া হচ্ছে।”

একই সঙ্গে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রেও জোর দেন অরুণ মিশ্র। তার কথায় “আমরা একবিংশ শতাব্দীতে রয়েছি। আধুনিক পরিকাঠামো শুধু বর্তমানে নয় ভবিষ্যতের জন্যেও দরকার।বিচার ব্যবস্থাকে শক্তিশালী করাই এখন সময়ের দাবি। কারণ এটাই গণতন্ত্রের মেরুদন্ড।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here