
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২ ফেব্রুয়ারি:
সিএএ আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরের বামপন্থী ছাত্রদের সাহায্য নিচ্ছে। রবিবার কলকাতায় এই অভিযোগ করলেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা সুরেন্দ্র জৈন জৈন। তিনি বলেন, যাদবপুরের বামপন্থী ছাত্ররা কখনই দেশের ভালো চায় না। আর এরাজ্যের মুখ্যমন্ত্রী একসময়ে এদের বিরোধীতা করলে বর্তমানে তাদের সাহায্য করছেন। তবে যাদবপুরের বামপন্থী ছাত্রদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ আটকাতে পারবেন না।
গিরিশ পার্কের রাজস্থান বিদ্যামন্দিরে বিশ্ব হিন্দু পরিষদের সভায় বক্তব্য রাখার সময় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সিএএ দেশজুড়ে চালু হবে। মুখ্যমন্ত্রী সিএএর বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করেছেন। তবে তা প্রস্তাব আকারেই থাকবে বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সম্পাদক সুরেন্দ্র জৈন। বাংলাদেশি অনুপ্রবেশকারিদদের নিয়ে এরাজ্যের শাসক দল দাঙ্গা করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। ভোট ব্যঙ্কের স্বার্থেই এরাজ্যে তৃণমূল, বাম ও কংগ্রেস সিএএর বিরোধীতা করছে। তবে রাজ্যের মানুষ তা বুঝতে পারছেন বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা।
সামনেই পুরভোট। পুরভোটের সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের প্রত্যক্ষ কোনও সম্পর্ক নেই। তবে বিশ্বহিন্দু পরিষদের নেতারা বুঝতে পারছেন, পুরভোটে রাজ্যের শাসক দল ভালো ফল করলে সিএএ তার জন্য তা বড় ধাক্কা হবে। সেইজন্য তৃণমূলকে সিএএ বিরোধী তকমা দিয়ে রাজ্যজুড়ে প্রচারে নামার কথা জানালেন সুরেন্দ্র জৈন। সিএএ লাগু হলে এরাজ্যের হিন্দু সম্প্রদায়ের কতটা লাভ হবে তা এদিন হিন্দু সংগঠনগুলির কর্মীদের বোঝান সুরেন্দর জৈন সহ বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। তবে সবকিছু ছাড়িয়ে পুরভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিএএর সমর্থনে বিশ্বহিন্দু পরিষদ যে তাদের প্রচার বাড়াবে তা স্পষ্ট করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব।