এরিয়া কমান্ডার সহ দুই মাওবাদীর আত্মসমর্পণ

আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জুন: সিপিআই মাওবাদী সংগঠনের সারাইকেলা বিভাগের এরিয়া কমান্ডার ঝাড়খন্ড পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেl এরিয়া কমান্ডার রাকেশ মুন্ডা ওরফে সুখরাম মুন্ডার সঙ্গে আত্মসমর্পণ করেছে ওই স্কোয়াডের অন্যতম সদস্য চাঁদনী ওরফে বুধনী সরদারl বৃহস্পতিবার বিকেলে তারা সারাইকেলা-খরসোয়া জেলা পুলিশের দপ্তরে আত্মসমর্পণ করেl 

রাকেশ মুন্ডার বিরুদ্ধে সারাইকেলা থানায় পাঁচটি এবং বুধনী সর্দারের বিরুদ্ধে একটি মামলা রয়েছেl এবছর বিভিন্ন স্কোয়াডের বেশ কিছু মাওবাদী সদস্য ঝাড়খন্ড পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে ঝাড়খন্ড রাজ্য পুলিশ সূত্রে জানা গেছেl

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here