হলদিয়ায় মা ও মেয়েকে পুড়িয়ে মারার ঘটনার বিচারের দাবিতে এসপি অফিস ঘেরাও

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ মার্চ: হলদিয়ার ঝিকুরখালিতে দুই মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারার মামলায় দোষীদের গ্রেফতারের নব্বই দিনের মধ্যে চার্জশিট পেশ ও বিচার পর্ব চালু করা সহ অন্যান্য দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করল বামফ্রন্ট।

মা ও মেয়েকে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার তমলুকের হাসপাতাল মোড় থেকে বামফ্রন্টের কর্মী-সমর্থকরা মিছিল করে এসে শহরের মানিকতলায় এসপি অফিসে ডেপুটেশন দেয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিএমের পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। উপস্থিত ছিলেন আরএসপির জেলা সম্পাদক অমৃত মাইতি, বিধায়ক অশোক কুমার দিন্দা, বিধায়ক ইব্রাহিম আলী সহ বামফ্রন্টের নেতৃত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিনতি ঘোষ।

উল্লেখ্য গত আঠারো ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ঝিকুরখালি এলাকায় মা ও মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারে কয়েক জন দুষ্কৃতী। পরে জেলা পুলিশ শেখ সাদ্দাম ও নিজামউদ্দিন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত দুজন এখন চোদ্দ দিনের পুলিশি হেফাজতে রয়েছে। পরে  শুকদেব দাস নামে আরো এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here