“আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের মুখোশ খুলতে শুরু করেছে” নাম না করে তৃণমূলকে আক্রমণ সুশান্ত ঘোষের

আমাদের ভারত, মেদিনীপুর, ৬ ডিসেম্বর: প্রায় নয় বছর পর নিজের গড়ে ফিরলেন বাম নেতা সুশান্ত ঘোষ। বেনাচাপড়া কঙ্কাল কান্ড মামলায় নাম জড়িয়ে পড়ার পর হাজতবাসে কাটাতে হয়েছে তাকে। জামিনে মুক্তি পাওয়ার পরেও নিজের ঘরে ফেরার অনুমতি ছিল না তার। অবশেষে সুপ্রিমকোর্টে সেই নিষেধাজ্ঞা উঠে যাবার পর রবিবার নিজের গড়ে ফিরলেন সুশান্ত ঘোষ। সেখান থেকে তিনি স্পষ্ট জানান, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সব মুখোশ খুলছে।

গড়বেতায় এদিন জনসভা থেকে সুশান্ত ঘোষ অভিযোগ করেন, তার নামে মিথ্যা মামলা সাজানো হয়েছে। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের মুখোশ খুলতে শুরু করেছে।এদিন নাম না করেই তৃণমূলকে আক্রমণ করেছেন তিনি। এর পরেই তাঁর হুংকার, “তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই বারোটা বেজে গেছে রাজ্যের। আর ২০১৪ সালে বিজেপি দেশের শাসনে বসলে দেশের অবনতির ঘটেছে।” নোটবন্দি, জিএসটি এই অবক্ষয়ের কারণ। আম্বানির মতো কিছু গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার এমনই অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে। তবে বিজেপি তৃণমূলের থেকেও ১০০ গুন খারাপ।” এমনকি তৃণমূল থেকে বাঁচতে বিজেপির ঝান্ডা ধরছেন অনেকে এমন অভিযোগ করেন সুশান্ত ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here