কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের এইচ আর ম্যানেজারের সঙ্গে ধস্তাধস্তি, সাসপেন্ড তৃণমূলের ব্লক সভাপতি

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট এর ভেতর তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে এইচআর ম্যানেজারের ধস্তাধস্তি। এই ঘটনায় ম্যানেজার সহ আহত দুই। ঘটনার জেরে সাসপেন্ড করা হয়েছে ব্লক সভাপতিকে।

জানাগেছে, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট এর ভেতর কোলাঘাট ঠিকা শ্রমিক ইউনিয়নের কোর কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে আসার সময় চেকিং গেটে নিরাপত্তারক্ষীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা। দিবাকর জানার অভিযোগ, চেকিং এর নামে তার কলার ধরে হেনস্তা করেন কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট এর এইচআর ম্যানেজার সিদ্ধার্থ ঘোষ। সেই সময় ইউনিয়নের সদস্যরা। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। আহত হয় এক শ্রমিক এবং ম্যানেজার। কোলাঘাট ঠিকা শ্রমিক ইউনিয়নের এক কর্মী আজিজুল ইসলাম স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। অপরদিকে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট এর এইচ আর ম্যানেজার সিদ্ধার্থ ঘোষ কে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট এর কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোলাঘাটের এই ঘটনার জেরে তৃণমূল থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে দিবাকর জানা ও শেখ সেলিমকে। তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শিশির অধিকারী জানিয়েছেন ৭ দিন সময় দেওয়া হয়েছে তার মধ্যে সঠিক কারণ দেখাতে না পারলে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here