দাঁতনের ঘোলাইতে নিহত তৃণমূল কর্মী মাধব গড়াইয়ের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর:
দাঁতনের ঘোলাইতে নিহত তৃণমূল কর্মী মাধব গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, গত ৩০শে নভেম্বর দাঁতনে বিজেপি আশ্রিত দুষ্কৃতী হামলায় নিহত তৃণমূল কর্মী মাধব ঘোড়াইয়ের পরিবারের হাতে দলের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা এবং আগামীদিনে সর্বতভাবে পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের সেচ ও পরিবহন দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার খড়্গপুরে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে তিনি দাঁতনে যান। ওইদিন বিজেপি দুষ্কৃতীদের আক্রমণে আহত ব্যাক্তিদের সুচিকিৎসার ব্যাবস্থা করার ব্যাবস্থা করেন এবং এই ঘটনায় জড়িত সকল দোষীদের দ্রুত শাস্তির নির্দেশ দিলেন জেলার পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন, জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এদের মেরে ফেলার জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই ১১ জন গ্রেপ্তার হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত বাকি ১৭ জনকে গ্রেপ্তার করা হবে এমনই বক্তব্য দেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় পরিবারের একজনকে চাকরি দেয়ার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *