ছোট উদ্যোগপতিদের উৎসাহ স্বদেশী জাগরণ মঞ্চের

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২২ অক্টোবর: স্বদেশী জিনিষ গ্রহণ ও বিদেশী জিনিস বর্জনের পক্ষে দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছে স্বদেশী জাগরণ মঞ্চ। এবার দেশীয় ছোট ও ক্ষুদ্রশিল্পকে আরও বেশি করে উৎসাহ দিতে ছোট ছোট উদ্যোগপতিদের সম্বর্ধনা জ্ঞাপন ও তাঁদের হাতে মানপত্র তুলে দেওয়ার কাজ শুরু করল স্বদেশী জাগরণ মঞ্চ। দক্ষিণ ২৪ পরগনা জেলার তরফ থেকে বৃহস্পতিবার দুপুরে ক্যানিংয়ের ছোট উদ্যোগপতি সমরেশ দলুইয়ের হাতে মানপত্র তুলে দিয়ে তাঁকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন জেলা স্বদেশী জাগরণ মঞ্চের সংযোজক কৃষ্ণ দেবনাথ ও সহ সংযোজক গৌতম কুমার রায়।

দত্তপন্থ ঠেংড়ি রাষ্ট্রীয় স্বাবলম্বী সম্মান চালু হয়েছে ক্ষুদ্র ও কুটিরশিল্পে স্বদেশী ও আত্ম নির্ভরতার জন্য যারা উদ্যোগ নিচ্ছেন তাঁদের জন্য। আর এদিন এই সম্মানে ভূষিত হলেন সমরেশ দলুই। দীর্ঘদিন ধরেই নিজে ক্যানিং এলাকায় নুডুলস, সোয়াবিন বড়ি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন করে আসছেন সমর। নিজের এই উৎপাদন ব্যবসায় এলাকার বেশ কিছু মহিলা ও পুরুষ কাজের সুযোগ পেয়েছেন। নিজেদের তৈরি এই দ্রব্যাদি এলাকার বিভিন্ন বাজার, দোকানে বিক্রি ও হচ্ছে সুনামের সাথে। আর সেই কারণে সমরেশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে স্বদেশী জাগরণ মঞ্চ। এ উপলক্ষ্যে এদিন সমরেশের বাড়িতেই একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর হাতে মানপত্র ও উপহার তুলে দেওয়া হয়।

এই সম্মান পেয়ে ভীষণ খুশি সমরেশ। তিনি বলেন, “আগামী দিনে আমি আরও এই ধরনের উদ্যোগ গ্রহন করতে চাই।” কৃষ্ণ দেবনাথ ও গৌতম রায়রা বলেন, “ সমরেশের মতো আরও আমাদের এলাকার যুবকরা এগিয়ে আসুক স্বদেশী সামগ্রী প্রস্তুত ও তা বিক্রির জন্য। যে কোন উপায়ে বিদেশী সামগ্রী বর্জন করতেই হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *