চিকিৎসা শাস্ত্রের স্বার্থে স্বামী সাধনানন্দর দেহদান

আমাদের ভারত, ২৪ জানুয়ারি: সোমবার জে বি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যানাটমি বিভাগে দান করা হল সমীর মোহন চক্রবর্তীর দেহ।

‘গণদর্পণ’-এর অন্যতম সম্পাদক শ্যামল চ্যাটার্জি এই প্রতিবেদককে এ খবর জানিয়ে বলেন, বানিজ্যকর বিভাগের প্রাক্তন সহকারী কমিশনার সমীরবাবু শুক্রবার ৯৩ বছর বয়সে মারা যান। প্রায় ২০ বছর আগে তিনি সন্ন্যাস গ্রহণ করে স্বামী সাধনানন্দ নাম গ্রহণ করেন। পুরোনো দিনের মানুষ ও ধর্মগুরু হওয়া সত্ত্বেও অত্যন্ত আধুনিক মনস্ক মানুষ ছিলেন। মানুষের মাঝে বিভেদ মানতেন না, সকলকে ভালোবেসে জীবন চৰ্চা শেখাতেন। তিনি চেয়েছিলেন তাঁর মরনোত্তর দেহ যেন ডাক্তারি ছাত্রদের পড়াশোনার কাজে লাগে। ওনার মেয়ে নন্দিনী ভৌমিক ও নাতনী অন্যনা ভৌমিক ‘গণদর্পণ’-এর সঙ্গে যোগাযোগ করেন।

আমাদের রাজ্যে যে চার জন মহিলা পুরোহিত আলোড়ন তুলেছিলেন তাঁদের মধ্যে নন্দিনী ভৌমিক অন্যতম। ‘গণদর্পণ’-এর পক্ষ থেকে সমীরবাবুর পরিবারকে সমবেদনা ও অভিনন্দন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *