
আমাদের, ভারত, ১৩ এপ্রিল: পুলিশকর্মীদের জলের বোতল, মাস্ক, স্যানিটাইজার এবং গ্লাভস দিলেন আরএসএস সদস্যদের দ্বারা পরিচালিত স্বামীজি নেতাজি সংস্কৃতি পরিষদের সদস্যরা। পুলিশকর্মীদের পাশাপাশি কয়েক’শ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেন তারা।
লকডাউন ঘোষণা হওয়ার অনেকেই মানুষের পাশে দাঁড়িয়েছে। একইভাবে উত্তর দমদমের স্বামীজি নেতাজি সংস্কৃতি পরিষদ– যেটি মূলত আরএসএস সদস্যদের দ্বারা পরিচালিত তারাও মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।সংগঠনের সভাপতি জগন্নাথ ব্যানার্জি জানান, ইতিমধ্যে তাঁরা এলাকায় প্রায় ৭০০ পরিবারের মধ্যে চাল ডাল আলু বিতরণ করেছেন। বহু মানুষকে ওষুধপত্র কিনে দিয়েছেন। এবার তাঁরা সাহায্য করলেন পুলিশ কর্মীদের। রবিবার নিমতা থানার ৭০ জন পুলিশ কর্মীকে জলের বোতল, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস দেন। জগন্নাথ ব্যানার্জি বলেন, পুলিশকর্মীরা তাঁদের পরিবার থেকে দূরে থেকে নিজের জীবনকে বাজি রেখে আমাদের জন্য কাজ করছেন। এই অবস্থায় তাদের মনে সাহস যোগানোর জন্যই আমরা এইগুলো তাদের হাতে তুলে দিয়েছি। তাদের আমরা বলতে চেয়েছি যে আমরাও আপনাদের পাশে আছি।