চেনা ছকে নয়, স্বপন বাউলের একতারা এবং ঘুঙুর বোল তুলছে করোনার প্রচারে

চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ১৮ মার্চ: কখনও বর্ধমান স্টেশন, কখনও ভাতার, কখনও আবার কামারকুণ্ডু অথবা তারকেশ্বর, তাঁর একতারা বোল তুলছে এক থেকে অন‍্য জেলায়। লালনগীতি বা চেনা বাউলসংগীত নয়, স্বপন বাউল স্বপ্ন দেখেন, জীবনের মানে খোঁজেন নিত‍্যদিনের ওঠাপড়ায়। এবার যেমন তাঁর গানের বিষয় করোনা ভাইরাস। এই ভাইরাসের বিশ্বগ্রাসী ভয়াবহ চেহারা নাড়া দিয়েছে তাঁর মনকে। তাই তিনি আপনমনে গান বাঁধছেন, সেই গানের সুর আর ছন্দে মাতিয়ে তুলছেন সাধারণ মানুষকে। সচেতন করছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে।

প্রতিদিনই রাজ্যের কোথাও না-কোথাও এই ভাইরাসের বিরুদ্ধে তাঁর প্রচার চলছে। পথে পথে একতারা হাতে ঘুরে বাউল স্বপন গাইছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতামূলক নানা গান। মঙ্গলবারই যেমন এই বাউল হুগলির তারকেশ্বর, কামারকুণ্ডু, সিঙ্গুর, আরামবাগে প্রচার চালিয়েছেন। তার আগে বর্ধমানের নানা এলাকায় গানের মাধ‍্যমে তাঁর প্রচার ব‍্যাপক সাড়া ফেলেছে। সংগীতের মাধ্যমে করোনা ভাইরাসের বিরুদ্ধে তাঁর সাবধানবাণীতে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি, গুজবে কান না-দিয়ে অযথা আতঙ্কিত না-হওয়ার জন্য গানের মাধ্যমে তাঁর আবেদন ব‍্যাপক সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ‍্যে।

পাশাপাশি, করোনা ভাইরাস নিয়ে গুজব কিংবা অপপ্রচারে কান না-দেওয়ার জন‍‍্য লেখা তাঁর গান তুলে ধরছে সাবধানবাণী। হাঁচি, কাশির মতো নানা সমস‍্যা থেকে রেহাই পেতে কী কী করা উচিত, কী ধরনের ব‍্যবস্থা নেওয়া উচিত, সেসবই উঠে আসছে এই বাউলের গানে। প্রাক্তন রাষ্ট্রপতির থেকে পাওয়া একতারা হাতে তাঁর সেই নাচ ও গান মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে শুনছেন পথচলতি মানুষ থেকে ট্রেনযাত্রী, আমজনতা সকলেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here