সুন্দরবনের ১৫টি খর্বাকার পরিবারকে স্বরাজ ইন্ডিয়ার “সম্মানের সাথে সমর্থন”

আমাদের ভারত, দক্ষিণ ২৩ পরগণা, ২০ জুন,
স্বরাজ ইন্ডিয়ার “সম্মানের সাথে সমর্থন” যোজনার একটি অধ্যায় আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের দেবীপুর গ্রামে শুরু হল। সেখানে স্বরাজ ইন্ডিয়া টিম সমাজের পিছিয়ে পড়া ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫ টি খর্বাকার (ক্ষুদ্রাকৃতি) মানুষদের পরিবারের দরজায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিল। স্বরাজ ইন্ডিয়া সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সম্প্রদায় সমাজের অনেকের কাছেই তুচ্ছ, নগণ্য ও উপহাসের পাত্র, কিন্তু স্বরাজের কাছে এরা খুবই গুরুত্বপূর্ণ কারণ এরা চিরকালই অবহেলিত। বিশেষভাবে শারীরিক সক্ষমতাকে নিত্য সঙ্গী করে এবং এই সমস্যাকে অতিক্রম করে যারা জীবন যাপনের লড়াই চালাচ্ছেন, তাঁদের পাশে স্বরাজ ইন্ডিয়া সব সময় আছে ও থাকবে। যেমন থাকছে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের পাশে।

স্বরাজ ইন্ডিয়ার দক্ষিণ ২৪ পরগনা জেলার উপ সভাপাতি প্রবীর মিশ্র বলেন, যারা আকারে ছোট, তারাই স্বরাজ ইন্ডিয়ার কাছে সবচেয়ে বড়। আমরা প্রস্তুতি নিয়েছি এই এলাকাতে এরকম আরও ১০০টি পরিবারকে আগামীদিনে সম্মানের সঙ্গে সমর্থন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *