
সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৩ মার্চ: একদিকে করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এদিন পর্যন্ত ভারতে শুধু ৮১ জন আক্রান্তই নয়, ইতিমধ্যেই কর্নাটকের মৃত্যু হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত একজনের। এই পরিস্থিতি সামাল দেওয়ার আগেই কলকাতায় শুরু হয়ে গেল সোয়াইন ফ্লু-এর দাপট।
সূত্রের খবর, কলকাতায় সোয়াইন ফ্লুতে ১১ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। রাজ্যের অন্য ২ জেলাতে আক্রান্ত ২ জন। শহরে একই পরিবারের ৬ সদস্য আক্রান্ত হয়েছে সোয়াইন ফ্লুতে। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে রয়েছে একজন প্রসূতি ও একজন দেড় বছরের শিশু। তাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ৬ সদস্যের পরিবার মেটিয়াবুরুজের বাসিন্দা।
সম্প্রতি, মুর্শিদাবাদের এক বাসিন্দা জ্বর নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। করোনা আতঙ্কে প্রথমে সৌদি আরব ফেরত ওই যুবককে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। এরপর তার লালারসের পরীক্ষা করা হয়। রিপোর্ট জানা যায়, করোনা নয়, সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ওই যুবক। এক মারণ রোগের আড়ালে নিঃশব্দে থাবা দিচ্ছে আরো বেশ কয়েকটি মারণ রোগ, যে পরিস্থিতি সামলাতে নাজেহাল রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।