আইপিএলের ধাঁচে টি’ টোয়েন্টি ক্রিকেটের আসর বালুরঘাটে, ঘন্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করলেন ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, বালুরঘাট, ১১ ফেব্রুয়ারি: আইপিএলের ধাচে বালুরঘাটে শুরু হল নক আউট টি’টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার ঘন্টা বাজিয়ে ইলা সরকার মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং জিডি হোন্ডা রানার্স টি’টুয়েন্টি ম্যাচের উদ্বোধন করেন ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির এপেক্স কমিটির সদস্য গৌতম গোস্বামী, বিমল সরকার, সৌরভ কুণ্ডু, রাজেন শীল প্রমুখ। প্রথম দিনের প্রথম ম্যাচে ডিএসএ’র বিরুদ্ধে মাঠে নামেন বালুরঘাটের নেতাজী স্পোর্টিং ক্লাব। যেখানে কুড়ি ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান করে ডিএসএ। নেতাজী স্পোর্টিং ক্লাব ১৬ ওভারে মাত্র ৮৭ রান সংগ্রহ করেছে।
দ্বিতীয় ম্যাচে রায়গঞ্জ বিধাননগর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ১৭২ রানের লক্ষ্য নিয়ে কুড়ি ওভার শেষে ১০৫ রান সংগ্রহ করে শিলিগুড়ি অগ্রগামী ক্লাব।

গৌতম গোস্বামী জানিয়েছেন, টি’টোয়েন্টির আসর শুরু হয়েছে। জেলায় একাধিক ম্যাচে আরও দল অংশগ্রহণ করবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here