ফের ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার পক্ষে সওয়াল তথাগতর

আমাদের ভারত, কলকাতা,১১ ফেব্রুয়ারি : ফের ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার পক্ষে সওয়াল করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এর আগেও তিনি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার পক্ষে সাওয়াল করেছেন। এবার মার্কিন রিপোর্টকে উদ্ধৃত করে একই দাবি জানালেন তিনি।

শনিবার তিনি ফেসবুকে লিখেছেন, “যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ-নিয়ন্ত্রণের রিপোর্টে ইসলামি সন্ত্রাসবাদকে সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করা হয়েছে। যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী কৌশল ‘প্রতিযোগিতা’-র একটি মূল্যায়ন, ইসলামি সন্ত্রাসকে দেশের জন্য ‘প্রাথমিক হুমকি‘ হিসাবে ঘোষণা করা।

ছবিটা ভারতেও খুব আলাদা নয়। যদিও তথাকথিত ‘ধর্মনিরপেক্ষ’ দলগুলি তাদের পোষা ভোটব্যাঙ্কের জন্য উদ্বিগ্ন। তারা এটিকে কার্পেটের নীচে লুকিয়ে রাখার চেষ্টা করে। এটি, ‘রোটি কাপড়া মাকান’-এর মত আমাদের সবচেয়ে বড় সমস্যা নয়। আর এর জন্য একমাত্র দাওয়াই হল ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা।“

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here