কেন্দ্রের বঞ্চনার কথা বললেও মুখ্যমন্ত্রী কেন কেন্দ্রের প্রকল্প গ্রহণ করছে না? বারাসাতে এই প্রশ্ন তুললেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৭ ফেব্রুয়ারি: বাংলার দীর্ঘদিনের রাজনীতি হল সব সময় কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে এখানকার রাজনৈতিক দলগুলো পার হতে চায়। আজ বারাসতে বিজেপির বাইক মিছিল কর্মসূচিতে যোগদান করতে এসে একথা বললেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন ছুঁড়ে দিয়ে শীলভদ্র দত্ত বললেন, মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনা বলছেন, তবে কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে গ্রহন করছেন না কেন? আসলে ভারত সরকারের যে নিয়ম সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাওয়া, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মানতে পারছেন না। কারণ মুখ্যমন্ত্রীর হাতে টাকা এলে এবং সেই টাকা পঞ্চায়েত বিডিও ও জেলাশাসকদের মাধ্যমে গেলে উনার দলের লোকেরা কাটমানিটা নিতে পারবে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে গেলে মুখ্যমন্ত্রীর ভাই, ভাইপোরা কাট মানি নিতে পারবে না। তার জন্যই মুখ্যমন্ত্রীর এত বিরোধিতা। কেন্দ্রীয় সরকারের কোনও বঞ্চনা নেই, প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ বাংলাকে বাদ দিয়ে নয়। প্রত্যেকটা রাজ্যের উন্নয়ন হলেই ভারতবর্ষের উন্নয়ন হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here