তমলুকের সাংসদকে খুনের হুমকি

ছবি: বাঁদিকে সাংসদ দিব্যেন্দু অধিকারী।

আমাদের ভারত, তমলুক, ২৪ জুন: তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। পর পর দুটো মোবাইল ফোন থেকে উড়ো ফোনে সাংসদকে  খুনের হুমকী দেওয়া হয়। বলা হয় “আপনাকে রাজনৈতিক ভাবেই খুন করা হবে দিল্লির বাংলোতে”। এভাবেই তাঁকে ফোনে শাসানো হয়েছে বলে দিব্যেন্দু অধিকারি জানিয়েছেন।

এর আগে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী হলদিয়া ও তমলুক থেকে ফেরার সময় একাধিকবার গাড়ীর উপর হামলার ঘটনা ঘটে। যেমন কয়েকবছর আগে হলদিয়া থেকে নির্বাচনী কর্মসূচি শেষ করে কাঁথি ফেরার সময় ট্রেলারের ধাক্কায় আহত হন তমলুকের সাংসদ তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিব্যেন্দু অধিকারী। ঘটনাটি ঘটে হলদিয়া–মেচেদা ৪১ নং জাতীয় সড়কে ভবানীপুর থানা এলাকায়। পুলিশ চালককে গ্রেফতার করে। এমনকি বছর খানেক আগে এক যুবক ছুরি হাতে  সাংসদ দিব্যেন্দু অধিকারীর বাড়িতে পৌঁছে যায়। পুলিশ তাকেও গ্রেফতার করে। এবার ফের ফোনে হুমকি ঘটনায়  চাঞ্চল্য ছড়ায়।

সাংসদ জানা, এই ঘটনার পরই কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানান, কাঁথি থানায় অভিযোগ জমা পড়েছে।  আমরা তদন্ত শুরু করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *