তাম্রলিপ্ত বইমেলা ২০২০ শুরু হল

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২৩ ফেব্রুয়ারি: ‘চলো যাই বই পড়ি, জল অপচয় রোধ করি, প্লাস্টিক মুক্ত সমাজ গড়ি।’ স্লোগানকে ভিত্তি করে স্কুলের ছেলে মেয়েদের দিয়ে বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে বুধবার থেকে শুরু হলো তাম্রলিপ্ত বই মেলা। বিভিন্ন ব্যান্ড, সাঁওতালি নাচ, ছৌ নাচ, ঢাকের তালে তালে এই পদযাত্রা তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ড থেকে শুরু হয়। শহর পরিক্রমা করে আবার বই মেলায় এসে শেষ হয় পদযাত্রা।

বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও অন্যান্য অতিথির প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছাড়াও সাহিত্যিক নলিনী বেরা, পদ্মশ্রী প্রাপ্ত ভাস্কর বিমান বিহারী দাস অতিথির আসন অলংকৃত করেন। আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলন ছাড়াও স্মরণিকা প্রকাশ ও বই প্রকাশের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয়।

উদ্বোধক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, পৃথিবী পরিবর্তনশীল আর এই পরিবর্তন আসে সাহায্যের হাত ধরেই। বাধ্য হয়েই আমাদের তা গ্রহণ করতে হয়। গাছ কাটার উপর রেস্ট্রিকশন এলে কাগজের ব্যবহার কমবে। তখন মানুষ বিকল্প বেছে নেবে। এখনও ই-বুকস এর প্রভাব সেভাবে পড়েনি। এখনো বই ভালই বিক্রি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে স্থানীয় স্কুলের শিশুশিল্পীদের নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। এই বইমেলা চলবে আগামী ১৬ তারিখ পর্যন্ত। প্রতিদিন থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here