
আমাদের ভারত, ২৫ মে:
মন্দিরে ভাঙ্গচুরের ঘটনা ঘটলো উত্তরপ্রদেশে। যোগী রাজ্যের একটি দুর্গা মন্দিরে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। মা দুর্গার মূর্তির আঙুল ভাঙ্গা হয়েছে, খুলে ফেলে দেওয়া হয়েছে তাঁর হাতের চক্র। তান্ডব চলেছে মন্দির চত্বর জুড়ে। মন্দিরের মাথায় লাগানো পতাকাও খুলে ফেলা হয়েছে। ঘটনার স্থানীয় হিন্দু সংগঠনগুলি বিক্ষোভ দেখিয়েছে এবং পুলিশের অভিযোগ দায়ের করেছে। মঙ্গল বার রাতে এই ঘটনাটি ঘটেছে।
উত্তরপ্রদেশের বরেলি থানার হাফিজগঞ্জ এলাকার রিঠৌরা গ্রামে মন্দিরটি অবস্থিত। পূজারী নির্মাণ সিং পুলিশকে জানিয়েছেন, তিনি প্রতিদিন সকালে পুজো এবং সন্ধ্যায় আরতি করতে মন্দিরে আসেন। মঙ্গলবার তিনি যখন মন্দিরে আসেন তখন দেখেন ভাঙ্গচুর চালানো হয়েছে মন্দির জুড়ে। মা দুর্গার মূর্তির বাম হাতের আঙ্গুল ভেঙ্গে দেওয়া হয়েছে। সিমেন্টের তৈরি চক্র ভেঙ্গে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। খুলে ফেলে দেওয়া হয়েছে প্রতিমার মুকুট। মন্দিরের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। এমনকি মন্দিরের পরিসরে থাকা গাছগুলিকেও কেটে ফেলে দেওয়া হয়েছে। পুরো ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশের কাছে তারা কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।