চোরাপথে চাকরিপ্রাপ্তদের সমর্থনে মমতা, তোপ তথাগতর

আমাদের ভারত, কলকাতা, ১৫ মার্চ: চোরাপথে চাকরি পাওয়াদের প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের সমালোচনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বুধবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “কথায় কথায় চাকরি কেন খাচ্ছেন? যারা ভুল করেছে, তাদের আবার সুযোগ দিন,” বললেন আবেগপ্রবণ মমতা। ঘুষের টাকাটা ফেরত দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়! আবেগ-টাবেগ কিছুরই আর দরকার হয় না!”

অপর টুইটে তথাগতবাবু লিখেছেন, “মাঝে মাঝে শুনি, ঘুষ খাওয়া-ঘুষ দেওয়া, দুটোই নাকি সমান দোষ। কিন্তু সত্যিই কি তাই?
যে দরিদ্র পিতা তার অসুস্থ ছেলেকে সরকারী হাসপাতালে ভর্তি করতে বহুদূর থেকে এসেছেন তাঁকে যদি বলা হয়, অমুক দালালকে টাকা না দিলে বেড পাবেন না ও তিনি ঘুষ দিতে বাধ্য হন, তখন কি তাঁর ওই দালালের সমান দোষ?“

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here