রাজ্যপাল পদের যৌক্তিকতা নিয়ে তৃণমূলের আক্রমণের পাল্টা তথাগত রায়ের

আমাদের ভারত, ২৫ জুন: রাজ্যপাল পদের যৌক্তিকতা নিয়ে তৃণমূলের আক্রমণের পাল্টা দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শনিবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “চন্দ্রিমা ভট্টাচার্য নাকি বলেছেন, রাজ্যপাল পদটারই কোনো প্রয়োজন আছে কি না তাই নিয়ে দেশ জুড়ে বিতর্ক হওয়া উচিত।”

তথাগত রায় লিখেছেন, “চন্দ্রিমা ভট্টাচার্য কেউ নন। বিপদে পড়েছেন তাঁর মনিবানী। শুধু মনে হয় আহা, চল্লিশের দশকের শেষে যখন সংবিধান তৈরী হচ্ছিল তখন এসব প্রশ্ন তুললেই তো হত!“

প্রসঙ্গত, ১৯৩৫ সালের ঔপনিবেশিক ভারত শাসন আইন অনুযায়ী, রাজ্যপাল বা গভর্নরের পদ ছিল শুধুমাত্র ব্রিটিশ রাজের প্রতি দায়বদ্ধ। ভারতে স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক চাপের মুখে পড়ে ব্রিটিশরা যখন ভারতীয়দের হাতে প্রাদেশিক স্বশাসনের আংশিক অধিকার তুলে দিতে বাধ্য হল, তখন প্রাদেশিক সরকারগুলির মাথায় ব্রিটিশ রাজের প্রতিনিধি গভর্নর বসানো হয়েছিল। ১৯৫৯ সালে কেরলে ইএমএস নাম্বুদ্রিপাদের প্রথম কমিউনিস্ট সরকারকে বরখাস্ত করার পর রাজ্যপাল পদ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, তা ছয় দশক পরেও জীবন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভূমিকায়। গত ছ’দশকে একাধিকবার বিতর্ক পৌঁছেছে শীর্ষ আদালতে। কিন্তু রাজ্যপাল পদের যৌক্তিকতা নিয়ে উঠে আসা প্রশ্নের কোনও জবাব পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *