
আমাদের ভারত, কলকাতা, ২১ এপ্রিল: গার্ডেনরিচ কাণ্ডের পর নাম না করে মুসলিমপ্রধান অঞ্চলে বৈদ্যুতিক সংযোগ খতিয়ে দেখার দাবি তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শুক্রবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “গার্ডেনরিচে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘটেছে বলে জানা গেছে। এর ফলে প্রায় ২২ জন গুরুতর দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজন আব্দুল আজিমের অবস্থা আশঙ্কাজনক। খুবই দুর্ভাগ্যজনক।
যাই হোক, আমার কাছে ভাল খবর আছে যে এই অংশগুলিতে (এবং আরও কয়েকটি, যেমন রাজাবাজার, বিবিবাগান ইত্যাদি) বৈদ্যুতিক এবং অগ্নি নিরাপত্তার সমস্ত নিয়ম মেনে চলে না। পুলিশ বা সিইএসসি সরু গলিতে প্রবেশ করতে সাহস করে না। ঘটনাচক্রে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই এলাকাটিকেই ‘মিনি-পাকিস্তান’ বলে অভিহিত করেছেন।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গার্ডেনরিচে। যে ঘটনায় কমপক্ষে ২২ জন জখম হয়। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বিস্ফোরণে জখমদের দেখতে যান মেয়র ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, গার্ডেনরিচ এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ড থেকেই সিলিন্ডার বিস্ফোরণ হয়।