আমাদের ভারত, ১৭ জানুয়ারি: শাঁওলী মিত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার তিনি টুইটারে লেখেন, “শাঁওলী মিত্রের মৃত্যুতে শোকাহত। ওঁ শান্তি ! তাঁর ‘নাথবতী অনাথবৎ’ আমি দু-বার মন্ত্রমুগ্ধের মতো দেখেছিলাম। সেই থেকে আমার চোখে মহাভারতের আদর্শ চরিত্র ভীম! যে দ্রৌপদীর অপমান সহ্য করেনি, তাঁকে নগ্ন করতে চেষ্টা করেছিল যে দুঃশাসন তার বুক চিরে রক্তপান করেছিল।“
রবিবার চিরঘুমে বিদায় নেন শম্ভু-কন্যা শাঁওলী মিত্র। তাঁরও প্রয়াণের খবর বাংলা জানতে পারল শেষকৃত্যের পরেই। পরিবারের অল্প কয়েকজনের উপস্থিতিতে ৭৪ বছরের শাঁওলি মিত্রের শেষ কৃত্য সম্পন্ন হয় সিরিটি শ্মশানে। এর পর জানানো হয় তাঁর মৃত্যু সংবাদ। ছিলেন নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ।