শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন তথাগত রায়

আমাদের ভারত, ২৩ জুন: শ্যামাপ্রসাদের তিরোধান দিবসের অনুষ্ঠানে শ্রদ্ধা জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।

এদিন একাধিক টুইটারে তথাগতবাবু লিখেছেন, “আজ ২৩শে জুন বাংলার দুই মহান সন্তানকে স্মরণ করার দিন। ঘটনাচক্রে, মুখার্জি দুজনেই – শ্যামা প্রসাদ এবং রাজেন্দ্র নাথ। শ্যামা প্রসাদ এদিন শ্রীনগরে তাঁর জীবন দেন যেখানে তাঁকে নেহরু এবং শেখ আবদুল্লাহর ষড়যন্ত্রের মাধ্যমে কারারুদ্ধ করা হয়েছিল। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, দলের সহকর্মীরা, শহরের বাইরে একটি ঝোড়ো কটেজে ডিপ ভেইন থ্রম্বোসিসে আক্রান্ত হয়ে ব্যায়াম করার সুযোগ থেকেও বঞ্চিত হন।

অবহেলা এবং চিকিৎসার ত্রুটির কারণে হার্ট অ্যাটাকের পর সব সম্ভাবনায় মারা গেছেন। তার মতো একজন বিশিষ্ট সংসদ সদস্যের মৃত্যুর তদন্ত দাবি করা উচিত ছিল। নেহেরু এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ নাথ কাটজু সমস্ত অনুসন্ধানকে নৃশংসভাবে ধামাচাপা দিয়ে দিয়েছিলেন।

এসপিএম-এর মৃত্যুর খবর শুনে নেহেরু আসলে তার আনন্দকে দমিয়ে রাখতে পারেননি। কিন্তু কাজের ফল ফিরিয়ে দিয়েছে। নেহরুর স্টিমরোলার পার্টি দুই অঙ্কে নেমে গেছে। তাঁর প্রপৌত্রকে ধন্যবাদ। আর যে দল এসপিএম (শ্যামা প্রসাদ) প্রতিষ্ঠিত করেছেন, দলের পুনর্জন্মের পর তাকে দেশ পরিচালনার ভার দিয়েছে জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *