আমাদের ভারত, ৫ আগস্ট: নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবারই দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠক নিয়ে মমতাকে ব্যঙ্গ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়।
শুক্রবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “ঠিক তা নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীরা মাঝে মাঝে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, বৈঠকে আসবেন এটাই স্বাভাবিক, এমন কিছু সৌজন্য নয়। কিন্তু মমতা আসতেন না, দেখাতেন তিনি কত স্বাধীনচেতা। এখন যেই ক্যাশ টাকা ধরা পড়েছে অমনি দৌড়ে এসেছেন। এটাই অস্বাভাবিক।“
ভারতীয় যুব জনতা মোর্চার মথুরাপুর সংগাঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস জানা টুইটারে এ দিন লিখেছেন, “বিষয়টা নিয়ে অহেতুক ভাবার কোনো কারণ নেই। একজন মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেই পারেন, সেটা দোষের নয়, এটাই সৌজন্য। যেটা আমরা আমাদের মুখ্যমন্ত্রীর থেকে পাই না বলেই বিষয়টা নিয়ে অহেতুক ভাবছি।“ এর প্রেক্ষিতেই তথাগতবাবুর ওই মন্তব্য।