
আমাদের ভারত, কলকাতা, ২৫ মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছড়াপাঠের ভিডিও যুক্ত করে টুইটারে ব্যঙ্গ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার তথাগতবাবু লিখেছেন, “এপাং ওপাং ঝপাং
আমরা সবাই ড্যাং ড্যাং”…
-এর অবিস্মরণীয়া রচয়িত্রীর কাছ থেকে নবতম উপহার !
(আমি একটু শুদ্ধ বাংলা লিখতে ভালোবাসি। কেউ জানেন ‘ভাঁড়’ শব্দটির স্ত্রীলিঙ্গ কী হবে?)”
সঙ্গে যুক্ত ভিডিওতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে,
“ হরেকৃষ্ণ হরিহরি মানুষের টাকাচুরি করি
হরেকৃষ্ণ হরিহরি এলাকায় এলাকায় দাঙ্গা করি
হরেকৃষ্ণ হরিহরি লুঠ করি পাট করি
হরেকৃষ্ণ হরিহরি ঘরে ঘরে ভাঙা ভাঙি
হরেকৃষ্ণ হরিহরি মানুষকে ধরে ঠেঙাই ঠেঙাই
হরেকৃষ্ণ হরিহরি মানুষকে ধরে পেটাই পেটাই।”