তামিলনাড়ুতে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে মন্তব্য তথাগত রায়ের

আমাদের ভারত, ৮ মে: তামিলনাড়ুতে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

দু’দিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। মন্দ বাণিজ্য করেনি। দ্বিতীয় দিনে ২০ কোটি টাকা ছবির আয়। তারপরেও বিপত্তি। তামিলনাড়ুর কোনও প্রেক্ষাগৃহে ছবিটি আর দেখা যাবে না। গোটা রাজ্যে ছবিটি নিষিদ্ধ৷ বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত ‘দ্য কেরালা স্টোরি’ ইতিমধ্যেই রাজনৈতিক দ্বন্দ্বের সূত্রপাত ঘটিয়েছে এবং অনেকেই একে প্রচারমূলক ছবির তকমা বলে দিয়েছে।

প্রতিক্রিয়ায় তথাগত রায় টুইটারে লিখেছেন, “তামিলনাড়ু নিষিদ্ধ করেছে ‘দ্য কেরালা স্টোরি’। আমি আশা করি না নামমাত্র হিন্দু ‘ধর্মনিরপেক্ষ’ প্রতিবাদে উঠবে।গান্ধীবাদী-মার্কসবাদী নীতিশাস্ত্র এরকম নির্দেশ দেয়।”

প্রসঙ্গত, ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পাওয়ার আগেই বিতর্কের মধ্যেই এই ছবি নিয়ে সতর্কবার্তা জারি করে তামিলনাড়ুর গোয়েন্দা বিভাগ৷ এই ছবিটি মুক্তির ফলে রাজ্যে বিক্ষোভ এবং আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে বলে সতর্ক করা হয়।

তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলি রবিবার ‘একটি সতর্কতামূলক ব্যবস্থা’ হিসাবে ‘কেরালা স্টোরি’ প্রদর্শন বন্ধ করে দিয়েছে। বিতর্কিত ফিল্মটি বিজেপি শাসিত এমপি’তে করমুক্ত ঘোষণা করার দু’দিন পরে দক্ষিণের এই রাজ্যের ১৬টি মাল্টিপ্লেক্সে মুক্তি পায়।

বেশ কয়েকটি সংগঠন এর প্রতিবাদ করেছিল। তামিলনাড়ু থিয়েটার এবং মাল্টিপ্লেক্স মালিক সমিতি ডিএমকে সরকারের কথিত চাপের কাছে নত হওয়া অস্বীকার করেছে। তাদের মতে, সুদীপ্ত সেন পরিচালিত চলচ্চিত্রটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ‘আইন-শৃঙ্খলা বজায় রাখা’ এবং ‘আমাদের সম্পত্তি রক্ষা করার জন্য’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *