মুকুল ট্রোজান হর্স, আরও গুপ্তচর কি রেখে গেছেন দলের ভিতর ? পদ্মশিবিরকে সতর্ক করলেন তথাগত রায়

আমাদের ভারত, ১২ জুন: অভিষেকের আলিঙ্গন নিয়ে
বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। পদ্মফুল ছেড়ে ফের ঘাসফুলে ফেরা সেই মুকুল রায়কে এবার ট্রোজান হর্স বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়। তাকে ট্রোজান হর্স বলেই খান্ত থাকেননি তথাগত রায়। বিজেপি নেতাদের সতর্ক করেছেন এই ট্রোজান হর্সের আরও গুপ্তচর দলে এখনো রয়ে গেছে হয়তো।

তিনি দলকে সতর্ক করছেন, মুকুল রায়ের মতো গুপ্তশত্রু থেকে যেতে পারে দলে। শনিবার একের পর এক টুইট করে তথাগত ইলিয়াড মহাকাব্যের ট্রয়ের ঘোড়ার সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাদের তুলনা করেছেন।

বিরাট সুন্দর কাঠের তৈরি ঘোড়া ট্রয়ের যোদ্ধারা নিজেরাই টেনে নিয়ে গিয়েছিলেন নগরীর ভিতরে। আর রাতের অন্ধকারে সেই ঘোড়ার পেটে লুকিয়ে থাকা গ্রিক সেনারা বেরিয়ে এসে আক্রমণ করেছিল ট্রয় নগরী। ধ্বংস হয়েছিল ট্রয়। মুকুল রায় প্রসঙ্গেও সেই কথাই তথাগত লিখেছেন।

তিনি লিখেছেন, এটা পরিষ্কার যে মুকুল রায় ছিলেন ট্রোজান হর্স। বিজেপি তাকে স্বাগত জানানোর পর তিনি দলের সর্বভারতীয় নেতাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন রাজ্যের নেতাদের সঙ্গেও। দলের ভেতরের সমস্ত কথা বিস্তারিত ভাবে জানলেন এবং তৃণমূলে আবার ফিরে গেলেন। তথাগত সতর্ক করেছেন, বিজেপির অন্দরে এখনও গুপ্তচর রয়েছে।

তিনি লিখেছেন, “মুকুল সবকিছুই মমতার কাছে ফাঁস করে দিয়েছেন। যা হবার তা তো হয়ে গিয়েছে। তবে এখন বড় প্রশ্ন হল মুকুল কি ট্রোজান হর্সের ভেতরে ট্রোজান হর্স রেখে দিয়ে গেলেন? আমি ভাবতাম মুকুল কেন আমার সঙ্গে সাক্ষাত এড়িয়ে যায়? এখন সেটা স্পষ্ট।”

দীর্ঘ ১০ বছর ধরে লড়াই চালিয়েও গ্রিক যোদ্ধারা ট্রয় নগরী দখল করতে পারেনি। কিন্তু কৌশলে সৈন্য ভরা কাঠের ঘোড়া পাঠিয়ে এক রাতেই শেষ করে দিয়েছিল ট্রয়। বাংলার রাজনীতিতেও সেই প্রাচীন গ্রিক মহাকাব্যের ছবিই কি উঠে আসছে?
সেই ইঙ্গিতই দিলেন তথাগত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *