“বোকা বেড়ালটাকেও তৃণমূলে নিয়ে নিন মমতা আন্টি, ও বন্ধুকে মিস করছে ” নাম না করে কৈলাসকে কটাক্ষ তথাগত রায়ের

আমাদের ভারত,১৩ জুন: মুকুলের তৃণমূলের প্রত্যাবর্তনের খবর সামনে আসতেই একের পর ঝাঁঝালো টুইট করে চলেছেন বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায়। এবার তাঁর নিশানায় কৈলাস বিজয়বর্গীয়। নাম না করে বোকা বেড়াল বলে কৈলাস বিজয়বর্গীয়কে আক্রমণ তথাগত রায়ের।

একটি টুইটের রিটুইট করে বিজেপি নেতা কটাক্ষ করেছেন কৈলাস বিজয়বর্গীয়কে। তথাগত লেখেন, কিছু যোগ বিয়োগ করে একজন বিজেপি সমর্থকদের টুইটের অনুবাদ করেছি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে আন্টি বা বুয়াজি সম্মোধন করে কৈলাস বিজয়বর্গীয়কে কটাক্ষ করে তথাগত রায় লেখেন, এই বোকা বিড়ালটাকেও তৃণমূলে নিয়ে নিন। ও বোধহয় বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছে। কারণ সারাদিন ওরা দুজনে একসঙ্গে থাকত। মুকুল ও কৈলাসের ছবি পোস্ট করে এই টুইট করেন তথাগত।

পশ্চিমবঙ্গে ভোটের ফল প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায়।। মুকুল রায়ের বিজেপি ত্যাগের পর আরও সরব হয়েছেন তিনি। প্রথম টুইটে তৃণমূল থেকে বিজেপিতে এসে আবার তৃণমূলে ফেরত যাওয়া নেতাদের মলমূত্রের সঙ্গে তুলনা করেছেন তিনি। তাঁর কথায় মলমুত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না সবল হয়। প্রয়াত সিপিআইএম নেতা হরেকৃষ্ণ কোঙারের এই মন্তব্যকে মনে করিয়ে বিজেপি থেকে তৃণমূলে ফেরত যাওয়া নেতাদের কটাক্ষ করেছিলেন তিনি।


এরপর শুক্রবার মুকুল রায় দল ছাড়ার প্রসঙ্গে তিনি গ্রিক মহাকাব্যের অন্যতম ঘটনা ট্রজেন হর্সের কথা মনে করান। যে কাঠের ঘোড়া ব্যবহার করে ট্রয় নগরীতে ঢুকে যুদ্ধ জয় করেছিল গ্রিকরা। মুকুল রায়কে সেই ট্রোজেন হর্স বলে কটাক্ষ করেছেন তিনি। বিজেপিতে এসে মুকুল দলের সর্বভারতীয় নেতাদের সংস্পর্শে আসেন। দলের ভিতর সব কথা জেনে নেন ও মমতার কাছে সব ফাঁস করেন। বিজেপিতে থাকার সময় কৈলাসের সঙ্গে সখ্যতা ছিল মুকুলের। মুকুলের বিজেপি ত্যাগের পর সেই সূত্রেই নাম না করে কৈলাসকে খোঁচা দিলেন তথাগত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *