সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২২ জুলাই: লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ। বাদ
যায়নি পুরুলিয়া জেলার প্রাচীন শহর ঝালদাও। তাই, দেরি না করে ঝালদা পৌরসভার প্রশাসকের নেতৃত্বে গঠিত টাক্সফোর্স ঝালদা শহরের পথে নেমে মানুষকে সচেতন করেন। করোনা বিষয়ে ও আগাম জানিয়ে দিলেন কালকের লকডাউনের সময়সীমা।
আজ টাক্সফোর্সের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এবং পথ চলতি মানুষকে সচেতন করেন। মাস্ক পরে বাইরে বেরোতে হবে, পরিষ্কার করে সেই বার্তা পৌঁছে দিলেন তাঁরা। এছাড়া নিয়মিত সাবান দিয়ে হাত ধোওয়া ও স্বাস্থ্য বিধি মানার জন্য পরামর্শ দিল টাস্ক ফোর্স। ঝালদাবাসীকে জানানো হল কালকের লকডাউনের নিয়মবিধি। ঝালদা পুর শহরের ক্লাব, বুদ্ধিজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পুরসভার বিদায়ী কাউন্সিলার ও সমাজসেবীদের নিয়ে গঠিত হয় এই টাস্ক ফোর্স।
আজকের অভিযান প্রসঙ্গে ঝালদা পৌরসভার প্রশাসক প্রদীপ কর্মকার জানান, ঝালদা পৌরএলাকাকে সুরক্ষিত রাখার জন্যই গঠন করা হয় টাক্সফোর্স। এতে দলমত নির্বিশেষে সকলে এক সাথে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন টাস্কফোর্সের সদস্যরা।