আমাদের ভারত, মেদিনীপুর, ১২ জুন: শিশুকন্যার অন্নপ্রাশনের খরচ থেকে ৫০০ চারা গাছ লাগানোর অঙ্গীকার করলেন এক শিক্ষক দম্পতি।পূর্ব মেদিনীপুর জেলার পাঁচবেড়িয়া হাই স্কুলের শিক্ষক মহাদেব মান্না ও তার স্ত্রী মুনমুন মান্না শুক্রবার পাঁশকুড়া বিবি হাই স্কুলের মাঠে এই বৃক্ষরোপণ পর্বের সূচনা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্ত দাস ঠাকুর, মানস কুমার দাস, শেখ সমীর উদ্দিন, সুমন্ত সী, গৌতম রায়, সাধনচন্দ্র ঘোষ, অমলকৃষ্ণ বেরা সহ এলাকায় বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদেরা।
শিক্ষক মহাদেববাবু ও তার স্ত্রী মুনমুন দেবী জানান, মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে জমায়েত করার ক্ষেত্রে লকডাউনের বিধি নিয়ম মেনে চলার বিষয়টি রয়েছে। তাই নিয়ম রক্ষার অনুষ্ঠান করার পর সেই খরচ থেকে ৫০০ গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়।