জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ জুলাই : বুধবার প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা তথা রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে কালো জিরা দিয়ে তাঁর প্রতিকৃতি এঁকে তাঁকে শ্রদ্ধা জানালেন মেদিনীপুর শহরের বাসিন্দা কেশপুরের মহিষাগেড়্যা হাই-মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাস। নরসিংহ বাবু তাঁর তৈরি প্রতিকৃতিটির ছবি ফেসবুকে পোস্ট করেন। সেই ছবিতে জ্যোতি বসুর অনুরাগীরা যেমন শ্রদ্ধা জানিয়েছেন, তেমনি শিল্পী নরসিংহবাবুকে কুর্ণিশ জানিয়েছেন।
উল্লেখ্য, নরসিংহ বাবু এভাবেই বিভিন্ন সময়ে লতাপাতা, শাকসবজি, কালো জিরে, মুসুর ডাল, পেরেক, দেশলাই কাঠি এই ধরনের নানা জিনিস দিয়ে নানা রকম শিল্প সৃষ্টি করে থাকেন।