কালোজিরা দিয়ে ছবি এঁকে মারাদোনাকে শ্রদ্ধা জানালেন শিক্ষক নরসিংহ‌ দাস

জে মাহাতো, মেদিনীপুর. ২৬ নভেম্বর: কালোজিরা দিয়ে মুর্তি এঁকে মারাদোনাকে শ্রদ্ধা জানালেন শিল্পী শিক্ষক।বুধবার প্রয়াত হয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়াগো আর্মান্ডো মারাদোনা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোশ‍্যাল মিডিয়ায় বিভিন্নভাবে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। কালোজিরা দিয়ে মারাদোনার মূর্তি এঁকে তাক লাগালেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মহিষাগেড়া হাইমাদ্রাসার ভুগোলের শিক্ষক, মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা চিত্রশিল্পী নরসিংহ দাস।

তিনি তাঁর আঁকা ছবিটির ছবি তুলে সোস‍্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ছবিতে কমেন্ট করে মারাদোনাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শিল্পীকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনেরা। উল্লেখ্য এইধরনের নানা অপ্রচলিত জিনিস দিয়ে নরসিংহবাবু বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি এঁকে থাকেন। কালোজিরা, পেরেক, দেশলাই কাঠি, লতাপাতা, শাকসবজি, চাল, ডাল, মশলাসহ অন‍্যান‍্য নানা সামগ্রী দিয়ে তিনি বিভিন্ন ঘটনা, উৎসবের সঙ্গে সাজুজ‍্য রেখে ও বিভিন্ন ব‍্যাক্তির স্মরণে এই ধরনের শিল্প সৃষ্টি করে থাকেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here