ইনস্টিটিউট অফ স্কলার্স এর ২০২১ সালের “বেস্ট টিচার অ্যাওয়ার্ড” পেলেন জঙ্গল মহলের শিক্ষক

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর এক নামী শিক্ষা প্রতিষ্ঠান “ইনস্টিটিউট অফ স্কলার্স “থেকে ২০২১ সালের “বেস্ট টিচার অ্যাওয়ার্ড” পেলেন জঙ্গলমহলের শিক্ষক সুব্রত মহাপাত্র। সুব্রতবাবু ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু’ নম্বর ব্লকের বেলিয়াবেড়া কৃষ্ণচন্দ্র স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক। প্রতিবছর “ইনস্টিটিউট অফ স্কলার্স” শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৪ সাল থেকে বেস্ট টিচার অ্যাওয়ার্ড এই সম্মাননা চালু করেছে।

২০২১ সালে ঝাড়গ্রাম জেলা থেকে এই প্রথম কোনও এক শিক্ষক এই সম্মাননা পেলেন। কিছুদিন আগে সুব্রতবাবু ওই নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডাকযোগে চিঠি পান। ওই চিঠিতে জানতে পারেন তিনি এই সম্মাননা পেতে চলেছেন। চিঠি পাওয়ার কয়েকদিনের মধ্যে সুব্রত বাবুর কাছে এসে পৌঁছায় একটি মানপত্র, সুদৃশ্য মেমেন্টো এবং একটি ফোল্ডার।সারা ভারতবর্ষ জুড়ে বাছাই করা প্রায় ১০০ জন শিক্ষককে এই সম্মাননা দেয় বেঙ্গালুরুর ওই নামি শিক্ষা প্রতিষ্ঠান। জঙ্গলমহলে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সুব্রতবাবুর অবদানকে কুর্নিশ জানিয়ে “বেস্ট টিচার অ্যাওয়ার্ড ২০২১” দেওয়া হয়। এ বছর কোভিড পরিস্থিতির জন্য ভার্চুয়াল সম্মাননা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *