সমকাজে সমবেতন ও পেনশনের দাবিতে নদীয়া জেলা শাসককে স্মারকলিপি দিল শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৪ জানুয়ারি:
সমকাজে সমবেতন ও পেনশনের দাবিতে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফ থেকে নদীয়া জেলা শাসকের কাছে আজ স্মারকলিপি জমা দেওয়া হয়। চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতন এবং অবসরের পর পেনশনের দাবিতে নবান্ন অভিযান কর্মসূচি ডাকা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ৯ ডিসেম্বর থেকে জেলা শাসকের কাছে সংগঠনের পক্ষ থেকে কুড়ি দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া চলছে। আজ নদীয়া জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হল।

পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম জানান, এই স্মারকলিপি জেলাশাসক থেকে মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত যাতে পৌঁছায় সে কারণেই সে কারণেই এই উদ্যোগ। এর পাশাপাশি তিনি বলেন, যদি এর মধ্যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করে দাবি না মেটায় তাহলে তিন লক্ষ শিক্ষক পরিবার এবং নাগরিক সহ ৫ লক্ষ মানুষকে নিয়ে আগামী ১১ জানুয়ারি নবান্ন অভিযান করে আমরা দাবি আদায় করব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here