গরিব মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছালো স্থানীয় শিক্ষক লোকেশ কর

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ এপ্রিল:
জঙ্গলমহলের বেশিরভাগ মানুষই দিন আনে দিন খায়। বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা রাজ্য জুড়ে চলছে লকডাউন। এর জেরে অসহায় দরিদ্র মানুষের দৈনন্দিন জীবনে রুজি রোজগার বর্তমানে বন্ধ। তাই তাদের সাহায্য করলেন স্থানীয় শিক্ষক লোকেশ কর।

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের দুঃস্থ গরিব মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ছাতিনাশোলের স্থানীয় শিক্ষক লোকেশ কর ও মা তারিণী ক্যাটারিংয়ের সদস্যরা। এদিন গোপীবল্লভপুর ১নং ব্লক, গোপীবল্লভপুর ৫ নং অঞ্চলের পূর্ব পড়াশিয়া আদিবাসী পাড়া, লোহালিয়া পূর্ব-পশ্চিম ও হুমটিয়া গ্রামের ৪৪৫ জন পরিবারের বাড়িতে কাঁচা সবজি পৌঁছে দেন শিক্ষক লোকেশ কর ও মা তারিনি ক্যাটারিংয়ের সদস্যরা। এ বিষয়ে লোকেশ কর বলেন, আমি ও মা তারিণী ক্যাটারিংয়ের সকল সদস্য মিলে কিছু টাকা দিয়ে আজ সাধারণ মানুষের হাতে সবজি তুলে দিলাম।