“যেদিন ডিএ পাবেন সেদিন স্কুলে আসবেন,” এমনই নিদান দিয়ে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হল কেশিয়াড়ির বনদেউলি হাই স্কুলের শিক্ষকদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ মার্চ: যেদিন ডিএ পাবেন সেদিন স্কুলে আসবেন। এমন নিদান দিয়ে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হল শিক্ষকদের। ধর্মঘটে সামিল হয়ে আন্দোলন করার শাস্তি দেওয়া হলো শিক্ষকদের। এমনই ঘটনা ঘটলো কেশিয়াড়ির বনদেউলি হাই স্কুলে।

চলতি মাসের ১০ তারিখ মহার্ঘভাতার দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে সামিল হয়েছিলেন বনদেউলি স্কুলের ৯ জন শিক্ষক। বনদেউলি হাইস্কুলে বর্তমান ২৮০ জন পড়ুয়া রয়েছে। এর মধ্যে ধর্মঘটের দিন ১৮০ জন পড়ুয়া স্কুল এলেও শিক্ষক না আসায় সুষ্ঠুভাবে করা যায়নি স্কুল। এরই শাস্তি হিসাবে সোমবার শিক্ষকদের স্কুলের গেটে ঢুকতে দিল না অভিভাবক সহ এলাকার মানুষজন।

অভিভাবকদের দাবি, যেদিন ডিএ পাবেন সেদিন স্কুলে আসবেন। এমনই নিদান দিয়ে স্কুলগেট ঘেরাও করে রাখলেন অভিভাবকরা। শিক্ষকরা তাদের আন্দোলনের কথা অভিভাবকদের বোঝানোর চেষ্টা করলেও তা বুঝতে কার্যত নারাজ অভিভাবকরা। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *