জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে যাদবপুরে শিক্ষকদের কর্মবিরতি

আমাদের ভারত, কলকাতা, ৩ মে: জাতীয় শিক্ষানীতি রূপায়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (আবুটা) স্থানীয় শাখা এই কর্মবিরতির ডাক দিয়েছিল।

আবুটা-র স্থানীয় শাখার পক্ষে অধ্যাপক গৌতম মাইতি এই বিজ্ঞপ্তিতে জানান, “আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় লোকাল চ্যাপ্টারের ডাকে সর্বাত্মকভাবে সফল হয়েছে। কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক’-এর ভিত্তিতে ‘চার বছরের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম’ চালুর বিরুদ্ধে ছাত্র ও শিক্ষকরা সরব ছিল। অন্যদিকে, অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট (এবিসি) চালু করা নিয়ে পরীক্ষা বোর্ডের সভার শুরুতে আবুটা যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।

উপস্থিত সদস্যদের কাছে এর বিপদের কথা ব্যাখ্যা করে এটা চালু না করার জন্য অনুরোধ করা হয়। সভায় অনেক সদস্যই এবিসি’র বিরোধিতা করেন। বলেন, বিশ্ববিদ্যালয় যেহেতু মাল্টিপল এন্ট্রি ও এক্সিট সিস্টেম চালু করেনি, তাই এবিসি চালু করার কোনো প্রয়োজন নেই।

তাছাড়া কেউ কেউ বলেন, এবিসি চালু হলে ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থেকেও ক্রেডিট সংগ্রহ করবে। তাতে প্রাতিষ্ঠানিক শিক্ষা দুর্বল হয়ে পড়বে। সভাতে এবিসি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। সিদ্ধান্ত হয়েছে এবিসি এজেন্ডা আলোচনার জন্য পুনরায় ফ্যাকাল্টি কাউন্সিলগুলোতে পাঠানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *