
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ মার্চ: নয়াবাসান জনকল্যাণ বিদ্যাপীঠের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিলেন শিক্ষক শিক্ষিকারা। আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চমাধ্যমিক পরিক্ষা। তার আগে আজ বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের নয়াবাসান জনকল্যাণ বিদ্যাপীঠের সমস্ত উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের হাতে অ্যাডমিট তুলে দেওয়া হল। এদিন অ্যাডমিট ছাড়াও সমস্ত ছাত্র ছাত্রীদের হাতে ফুল, মিষ্টি ও কলম দিয়ে জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য শুভেচ্ছা জানালেন নয়াবাসান জনকল্যাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকারা।এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাতে উপহার পেয়ে খুশি ছাত্র ছাত্রীরাও।