সিভিক ভলান্টিয়ারদের তৎপরতায় বড়সড় ডাকাতির হাত থেকে রক্ষা পেল তেহট্টের সমবায় ব্যাঙ্ক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩০ নভেম্বর:
রবিবার রাতে নদীয়ার তেহট্ট থানার তরণীপুর এলাকায় একটি সমবায় ব্যাংকে ডাকাতির চেষ্টা রুখে দিল সাতজন সিভিক ভলান্টিয়ার। তাদের তৎপরতায় এক দুষ্কৃতী ধরা পড়ে। ডাকাতরা কিছু নিয়ে যেতে পারেনি। আজ ওই সাতজন সিভিককে পুরস্কার দেয় তেহট্ট থানার পুলিস।

এদিন তাদের হাতে পুরস্কার তুলে দেন মহকুমা পুলিস আধিকারিক শ্যামল মন্ডল। সেই সাথে ওই সমবায় ব্যাঙ্কের পক্ষ থেকে দশ হাজার টাকা তুলে দেওয়া হয় পুলিশের হাতে।বপুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বেশ কয়েক জন দুষ্কৃতী ওই সমবায় ব্যাংকের দোতলার ঘুলঘুলি ভেঙ্গে প্রবেশ করে। এলাকায় টহল দেওয়ার সময় সেই শব্দ শুনে সিভিক ভলান্টিয়ার ব্যাংকে ছুটে যায়। সেখানে তাদের দেখে সবাই পালিয়ে যায়। একজন ভিতরে ঢোকার পর পালাতে না পারলে সিভিকরা তাকে ধরে ফেলে। এর ফলে ওই ব্যাংক বড়সড় ডাকাতির হাত থেকে রক্ষা পেল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here