কাজের নিরাপত্তা ও সুনির্দিষ্ট বেতন কাঠামোর দাবিতে  পুরুলিয়ার সংগঠিত অস্থায়ী কলেজ শিক্ষা কর্মীদের বিক্ষোভ সমাবেশ

সাথী দাস, পুরুলিয়া, ৫ অক্টোবর: কাজের সরকারি স্বীকৃতি, সুনির্দিষ্ট বেতন কাঠামো ও ৬০ বছর পর্যন্ত কাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হলেন পুরুলিয়া জেলায় কলেজে কর্মরত সংগঠিত অস্থায়ী শিক্ষা কর্মীরা। আজ পুরুলিয়া জেলা শাসকের দফতরের সামনে জমায়েত হয়ে এই দাবি নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। ‘পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতি’ র পুরুলিয়া শাখার পক্ষে এই আন্দোলনে সামিল হন জেলার কলেজগুলোতে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মীরা। দাবি সংক্রান্ত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জেলা শাসকের দফতরের কাছে বিক্ষোভ দেখান তাঁরা। পরে জেলা শাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি দেন তাঁরা।

এদিন পুরুলিয়ায় আন্দোলনরত সংগঠনের সভানেত্রী আরতি মাহাতো, সম্পাদক সৌরভ সিনহা এবং রামেশ্বর ঘোষাল জানান, “দীর্ঘদিন ধরে কলেজে অস্থায়ীভাবে কাজ করছি আমরা। বিভিন্ন সরকারি স্তরে দাবি-দাওয়া জানিয়েও সফল হয়নি। অথচ, অন্যান্য সরকারি স্তরে অস্থায়ী কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে অবহেলিত আমরা। তাই, সরকারিভাবে সুনির্দিষ্ট বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ করে ও জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি দিই আমরা।” সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান অস্থায়ী ভাবে কর্মরত কর্মীদের সুনিদিষ্ট বেতন কাঠামো সম্বলিত ৩৯৯৮ এফ (পি – ২) সংখ্যার একটি সরকারি বিজ্ঞপ্তি গত বছর ১৫ জুলাই জারি হয়। ওই বিজ্ঞপ্তি লাগু করারও দাবি জানান সংগঠিত কলেজ অস্থায়ী শিক্ষাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *