বারাসাত টাকী রোডের সিটিসি বাস ডিপোয় অস্থায়ী শ্রমিকদের কাজ বন্ধ করে বিক্ষোভ

আমাদের ভারত, বারসাত, ২৬ ফেব্রুয়ারি: সিটিসি কর্তৃপক্ষদের অনিয়ম, জুলুমবাজি, চাপ সৃষ্টি করে বেশি সময় কাজ করানোর প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায় উত্তর ২৪ পরগনার বারাসাত সিটিসি ডিপোর অস্থায়ী শ্রমিকরা। আর তার জেরে বুধবার সকাল থেকে সরকারি বাস পরিসেবা ব্যহত।

এদিন সকাল থেকে ২০০ জন অস্থায়ী শ্রমিক তার মধ্যে বাস কন্টাকটর ও চালক আছেন। তার কাজ বন্ধ করে দিয়েছে। ডিপোর সামনে বিক্ষোভ করেন। অভিযোগ, হিসাব মেলানোর নামে তাদের উপর চাপ বাড়াচ্ছে কর্তৃপক্ষ। নানান অছিলায় তাদের ২৫ জন সহকর্মীকে সাসপেন্ড করছে। যাত্রীদের ফোনের অভিযোগের তদন্ত না করেই শাস্তি দেওয়া হচ্ছে তাদের উপর। ওভার টাইম ও ডিস্টেন্সের ক্ষেত্রে কোনও নিয়ম মানা হচ্ছে না। তাই তারা কর্মবিরতি শুরু করেছে এই ডিপোতে। প্রায় ১৪টি রুটে এই ডিপো থেকে ৮০টি বাসের ট্রিপ হয়। আজ শুধুমাত্র স্থায়ী কর্মীদের দিয়ে ৮টি রুট চালু রাখা সম্ভব হয়েছে। বন্ধ রয়েছে আসানসোল ভলভো বাস পরিসেবাও। একই ধরনের আন্দোলন চলছে বেলগাছিয়া ডিপোতে জানিয়েছে আন্দোলন রত কর্মীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here