
স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ এপ্রিল: সুদূর মণিপুর থেকে সাইকেলে চেপে গন্তব্যস্থল দিল্লি। বয়স মাত্র দশ। বিস্ময় জাগানো এই সাইকেল আরোহীর নাম আরভ ভরদ্বাজ। তার এই সফরে সঙ্গী তারই বাবা ডাঃ অতুল ভরদ্বাজ।
মূলত স্বাধীনতার ৭৫ তম অমৃত মহোৎসব ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে সাইকেলে চেপে আরভের এই ভারত ভ্রমণ। উদ্দেশ্য ভারতীয়দের মধ্যে দেশত্ববোধ ও একতা জাগিয়ে তোলা। পাশাপাশি প্লাস্টিকের ক্ষতিকারক দিক সম্পর্কে মানুষকে সচেতন করা।
বুধবার এই সাইকে আরোহী বালক উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এসে পৌঁছয়। খবর পেয়ে আগে ভাগেই ইসলামপুরের কয়েকটি সংঘঠন আরভের জন্য যাবতীয় ব্যবস্থা করে রাখে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরভের বাবা পেশায় চিকিৎসক ডাঃ অতুল ভরদ্বাজ জানায়, ছেলে নতুন কিছু করবে বলে জানতে পারেন তিনি। তখন তিনি নিজেই আরভকে এই বুদ্ধি দেন। শুরু হয় সাইক্লিং প্র্যাক্টিস। প্রায় দু’মাস ধরে আরভকে সাইকেল প্রশিক্ষণ দিয়ে তারপর আরভের সাথে তিনি নিজেও বেড়িয়ে পড়েন। শিশু বয়স থেকেই আরভের মধ্যে আলাদা কিছু করার স্বপ্ন দেখতে পান তিনি। বাবা হয়ে সেই স্বপ্নকেই একটু জীবন্ত করা প্রয়াস করছেন তিনি।
বিস্ময় সৃষ্টিকারী এই বালককে দেখতে সন্ধ্যে থেকেই শহরের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ ভিড় করে। আরভকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। চলে সেলফি তোলার হিড়িক। বৃহস্পতিবার তারা পুনরায় দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। আরভ জানায়, ইসলামপুরের মানুষের ভালবাসা পেয়ে সে আপ্লুত।