উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল– বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খানাকুল      

আমাদের ভারত, আরামবাগ, ২৯ নভেম্বর: উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল  হুগলি খানাকুল। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়। আহতদের মধ্যে ৫ জন তৃণমূলের। তাদের খানাকুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে হুগলির খানাকুল থানার সারদা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে  ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী।

জানা গেছে, গতকাল উপ-নির্বাচনে তৃণমূল জয়ী হওয়ায় বিজয় মিছিল বের করে। বিজেপির অভিযোগ, সেই মিছল থেকে তাঁদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। এর পরই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। স্থানীয় বিজেপি নেতা কার্তিক দোলুই বলেন, উপ-নির্বাচনের ফল তৃণমূলের দিকে যাওয়ার ফলে মদ্যপ অবস্থায় তাদের বিজয় উৎসব করছিল। আমাদের বিজেপি কর্মীরা একটি মাচার ওপর বসে ছিল। তাদের ওপর হামলা চালায় তৃণমূলের লোকজন৷ আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিষ্ক্রিয় তারই জেরে এত অশান্তি বলে জানান ‌তিনি।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মী সমর্থকরাই তাদের এক কর্মীর বাড়ি ঢুকে পরিবারের পাঁচ জনকে বেধড়ক মারধর করেছে। বাড়িও ভাঙ্গচুর করা হয়েছে।
তৃণমূলের রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় সাঁতরা জানান, তিনটি উপ নির্বাচনের ফল ঘোষণার পর আমাদের দলীয় কার্যালয়ের সামনে মাইক বাজিয়ে আনন্দ করছিল সমর্ত্থকরা, মিছিলও বের করা হয়। সেই সময় বিজেপির কিছু দুষ্কৃতী আমাদের দলের এক কর্মীর বাড়িতে ঢুকে তার পরিবারের লোকজনদের মারধর করে, বাড়ি ভাঙ্গচুর করে। তৃণমূলের তরফ থেকে খানাকুল থানায় লিখিত ভাবে জানিয়েছি। উত্তেজনা থাকায় এলাকায় চলছে পুলিশি টহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *