হিমঘরের বন্ড নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর হিমঘরে, পুলিশের লাঠির ঘায়ে জখম বেশ কয়েকজন আলু চাষি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ মার্চ: আলু চাষিদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর হিমঘরে। পুলিশের লাঠির আঘাতে আহত বেশ কয়েকজন আলু চাষি। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জানাগেছে, বন্ডের মাধ্যমে হিমঘরে কৃষকরা আলু রাখার সুযোগ পাচ্ছে। এবারে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে প্রচুর আলুর ফলন হয়েছে। হিমঘরে আলু রাখতে হাজার হাজার কৃষক বন্ড নিতে ভিড় জমান। বেলা বাড়তেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথম দিকে এই ঘটনায় মহিলা-সহ বেশ কয়েক জন আহত হন। বিকেলে দিকে অবস্থা আরও জটিল হওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় বাড়তি পুলিশ বাহিনী। আলুর বন্ড নিতে আসা উত্তেজিত কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। লাঠির আঘাতে বেশ কয়েকজন আলু চাষি আহত হন।

কৃষদের অভিযোগ, আলুর বন্ডের কুপন পেতে শনিবার রাত থেকেই আলু চাষিরা হিমঘরের সামনে লাইনে দাঁড়ান। সকালে হিমঘর খুলতেই গেটের সামনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন আলু চাষি অল্পবিস্তর আহত হন। কৃষকরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরও বন্ডের কুপন হাতে পায়নি বলে অভিযোগ। প্রখর রৌদে দাঁড়িয়ে আলু চাষিরা অধৈর্য্য হয়ে পড়েন। দূর দূরান্ত থেকে আসা আলু চাষিরা আদৌ হিমঘরে আলু রাখতে পারবে কি না সেব্যাপারে অনিশ্চিয়তা দেখা দেওয়ায় কৃষকরা উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতেই পুলিশকে লাঠি চালাতে হয় বলে জানা গেছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *