দেওয়াল দখলকে কেন্দ্র করে আরামবাগে দুই রাজনৈতিক দলের মধ্যে চাপানউতোর

আমাদের ভারত, আরামবাগ, ১৭ জানুয়ারি: দেওয়াল লেখাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা রবিবার গভীর রাতে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য আরামবাগ এলাকায়। আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে জোর কদমে শুরু করে দিয়েছে দেওয়াল দখল করা, চলছে চুন করা থেকে তৃণমূলের দলীয় প্রতীক আঁকার কাজ। আর এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে আরামবাগ পৌরসভার ১৫ নং নম্বর ওয়ার্ডের দৌলতপুরে বিজেপি-তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

তৃণমূল নেতৃত্বের দাবি, তারা দেওয়ালে চুন করা ও দলীয় প্রতীক লেখার অনুমোদন বাড়ির মালিকের কাছ থেকে পায়। অপরদিকে বিজেপি নেতৃত্বের দাবি, তাদের দখলে ছিল এই দেওয়ালটি। হঠাৎ করেই তৃণমূল নেতৃত্ব আমাদের দখল করা দেওয়াল জোর করে নিয়ে নিয়েছে। ফলে শুরু হয়েছে দুই দলের ঠান্ডা লড়াই। ১৫ নং ওয়ার্ডের যে দেওয়ালটি তৃণমূল লিখেছিল, সেই দেওয়ালটিতে পুনরায় বিজেপি নেতৃত্বরা তাদের দলীয় প্রতীক এঁকে দিয়ে আসে। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *