তৃণমূল ও বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা পুরুলিয়ায়

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৮ ডিসেম্বর:
তৃণমূল কংগ্রেস ও বিজেপির মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়াল পুরুলিয়ায়। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ দুপুরে একটি মিছিল হয়। মিছিল পোস্ট অফিস মোড়ে পৌঁছতেই কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কুশপুতুল পোড়ান তৃণমূল কর্মীরা। ঠিক ওই সময়ে শিলিগুড়িতে দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিজেপির একটি শোক মিছিল পার হচ্ছিল। কৃষি মন্ত্রীর কুশপুতুল পোড়াতে দেখে উত্তেজিত হয়ে পড়েন বিজেপি নেতা কর্মীরা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা কমাতে আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়। পুলিশের আধিকারিকরা দুই দলের নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির সামাল দেন।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিজেপির পক্ষ থেকে মৌন মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের প্রশাসনিক সদর কাঞ্চন কন্যা অভিযানে গিয়ে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। বিজেপির দাবি পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয় তাদের কর্মীর। এই ঘটনার প্রতিবাদে আজ মৌন মিছিল করে পুরুলিয়া জেলা বিজেপি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here