নবগ্রামে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৪ জানুয়ারি: ভোটের দিন যত এগিয়ে আসছে নির্বাচনী পারদ ততই চড়ছে। প্রায়দিনই বিজেপি কর্মীদের উপর আক্রমণ ঘটনা ঘটে চলেছে, এবার বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলার নবগ্রামে।

উত্তর মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি সুজিত মন্ডল জানিয়েছেন, নবগ্রাম থানার হরিপুর গ্রামে বিজেপির পতাকা পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিরা। গত ২৬ ডিসেম্বর রাজ্য জুড়ে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমার বুথ মজবুত অভিযানের ফ্ল্যাগ ও নেমপ্লেট্ লাগানো হয় বিজেপির ব্লক সভাপতির বাড়িতে, সেই ফ্ল্যাগ রবিবার মধ্যে রাতে পুড়িয়ে দেওয়া হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই পতাকা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বুথ সভাপতি নেমপ্লেট খুলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন নবগ্রামের বিধায়ক কানাই মন্ডল। তিনি জানান, বিজেপি এলাকায় মজবুত হতে পারছেন না, তাই এইসব মিথ্যা অপপ্রচার করছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here